রিক এনজিও নিয়োগ ২০২১ – RIK NGO Job Circular 2021: সম্প্রতি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এনজিও ১১৭৫ পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম সম্প্রসারনের লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
চাকরি | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠান | রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) |
ওয়েবসাইট | https://www.ric-bd.org |
শূণ্যপদ | ০৫ টি |
পদের সংখ্যা | ১১৭৫ জন |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক/স্নাতকোত্তর |
বয়সসীমা | ১৮-৪৫ বছর |
আবেদনের শেষ তারিখ | ০৬ জানুয়ারি, ২০২২ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
রিক এনজিও নিয়োগ ২০২১
১.শূণ্যপদঃ জোনাল ম্যানেজার (জেড এম)
পদসংখ্যাঃ ১৫ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান, কোন পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়
বেতনঃ ৫৭০০০ টাকা
২.শূণ্যপদঃ এরিয়া ম্যানেজার (এ এম)
পদসংখ্যাঃ ৫০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান
বেতনঃ ৪৯২৬০ টাকা
৩.শূণ্যপদঃ শাখা ব্যবস্থাপক (বি এম)
পদসংখ্যাঃ ২০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ/সমমান
বেতনঃ ৩৫৯৩০ টাকা
৪.শূণ্যপদঃ শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা (বি এ ও)
পদসংখ্যাঃ ২০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ (বাণিজ্য হলে অগ্রাধিকার)
বেতনঃ ২৯৯১০ টাকা
৫.শূণ্যপদঃ ক্রেডিট অফিসার (সি ও)
পদসংখ্যাঃ ৭০০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম স্নাতক পাশ
বেতনঃ ২৪৭৫০ টাকা
১১৭৫টি পদে রিক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
RIK NGO Job Circular 2021
উপরোক্ত সকল পদের প্রার্থীকে মটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য, নিয়োগকৃত পুরুষ/নারী এমপ্রয়ীকে বাধ্যতামূলকভাবে মটর সাইকেল চালাতে হবে। আবেদনকারীদের বাংলাদেশের যেকোন স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
সকল পদের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিস শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরন করা হবে এবং তখন থেকে সস্থা কর্তৃক প্রদত্ত আর্থিক সকল সুযোগ সুবিধা যেমন ২টি উৎসব ভাতা, জীবন যাত্রার ব্যায় ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, চাকুরীতে যোগদানের সাথে সাথেই মটর সাইকেল সফট লোন সুবিধা ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে।
শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী ০৬/০১/২০২২ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরীর অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে) সংস্থার “মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-৮৮/এ/ক, সড়ক-৭/এ, ধানমন্ডি, আ/এ, ঢাকা-১২০৯”-এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, ক্ষুদ্রঋণ কর্মসূচীতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট এ পাওয়া যাবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। আমাদের সংস্থা নিয়োগ পক্রিয়ায় বিকাশ/রকেট বা অন্য কোনো মাধ্যমে কারো সাথে কোনরুপ আর্থিক লেনদেন করে না।