বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১: বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নোক্ত পদসমূহে যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন আপনিও। পল্লী বিদ্যুৎ চাকরির খবর ২০২১ এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি ও বিস্তারিত নিচে দেওয়া হল।
পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২১
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা পদে পাশে |
প্রতিষ্ঠানের দাতা নাম | বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি |
অফিসিয়াল ওয়েবসাইট | www.reb.gov.bd |
চলমান নিয়োগ বিজ্ঞপ্তি | ৩ টি |
পদ সংখ্যা | ০১ টি |
খালি পদ | ০৫ জন |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি পাশ |
আবেদন শেষ তারিখ | ১২ জানুয়ারি, ২০২২ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
Bangladesh Palli Bidyut Samity Job Circular 2021
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেবে কর্তৃপক্ষ। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নোক্ত পদসমূহে নিয়ােগের নিমিত্তে নিম্নোক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
- প্রতিষ্ঠানঃ শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি
- পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর
- পদ সংখ্যাঃ ০৬টি
- আবেদনের শেষ তারিখ: ১২ জানুয়ারি, ২০২২
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
- প্রতিষ্ঠানঃ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি
- পদের নামঃ মিটার রিডার কাম মেসেঞ্জার
- পদ সংখ্যাঃ অনির্দিষ্ট
- আবেদনের শেষ তারিখঃ ০৬ জানুয়ারি, ২০২২
আবেদন পদ্ধতি : অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩, শিবপুর, সীতাকুন্ড, চট্টগ্রাম এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েব সাইট: www.pbs3.chittagong.gov.bd
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি
আগ্রহী দরদাতাগণ অফিস সময়ে বর্ণিত ঠিকানা হতে অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে পারবেন এবং দরপত্র দলিল ক্রয় ও দেখতে পারবেন। আগ্রহী দরদাতাগণ ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে যে কোন তফসিলি ব্যাংক হতে প্রতিটি দরপত্র দলিলের জন্য ১৬,০০০ – ২৯,৯০০ (এক হাজার পাঁচশত) টাকার (অফেরতযােগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতঃ ফরিদপুর পবিস্ এর জেনারেল ম্যানেজার বরাবর
পিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
নিজস্ব লেটার হেড প্যাড়ে আবেদনের মাধ্যমে (অফিস চলাকালীন সময়ে) ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর, কানাইপুর,ফরিদপুর ও পরিচালক, পবিস মনিটরিং ও ব্যঃ প্ট (পশ্চিমাঞ্চল) পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড, জোয়ার সাহারা, খিলক্ষেত,ঢাকা হতে দরপত্র দলিল সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য যে, ডাক/কুরিয়ার যােগে কোন দরপত্র দলিল প্রেরণ করা হবে না।
Palli Bidyut Samity Job Circular
আগ্রহী দরদাতাগণ আগামী ২৪/১০/২০২০১ খ্রিঃ তারিখ দুপুর ১২.০০ ঘটিকার মধ্যে দরপত্র ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর, কানাইপুর, ফরিদপুর অথবা পরিচালক, পবিস মনিটরিং ও ব্যঃ পঃ (পশ্চিমাঞ্চল) পরিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড, জোয়ার সাহারা, খিলক্ষেত, ঢাকা-এর ক্ষিত টেন্ডার বাক্সে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর কোন দরপত্র গ্রহণ করা হবে না। এই দরপত্রের সাথে ফরিদপুর পবিস এর অনুকূলে যে কোন তফসিলি ব্যাংক হতে উপরে বর্ণিত পরিমান অর্থের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/ব্যাংক গ্যারান্টি দরপত্র জামানত (ফেরত যােগ্য) হিসেবে সংযুক্ত করতে হবে।
দাখিলকৃত দরপত্রসমূহ বর্ণিত সময়সূচী অনুযায়ী উল্লেখিত স্থানে দরদাতাদের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন) খােলা হবে। দরপত্র সিডিউলে বর্ণিত সকল শর্তাবলী পুরনসহ দরপত্র দাখিল করতে হবে। অসম্পূর্ণ দরপত্র বাতিল বলে গণ্য হবে। দরপত্রে কোন কাটাছেড়া/ঘষামাজা গ্রহণযােগ্য হবে না। উদ্বৃত্ত দর অংকে এবং কথায় লিখতেহবে। মােট দরে ভুল হলে একক দরকে বিবেচনা করে কর্তৃপক্ষ মােট দর সংশােধন করে নিবেন।
BD Palli Bidyut Samity Job Circular 2021
দরপত্র সম্পর্কে কারও কোন জিজ্ঞাসা থাকলে/ব্যাখ্যার প্রয়ােজন হলে দরপত্র দাখিলের জন্য নির্ধারিত সময়ের কমপক্ষে ০৭ (সাত) দিন পূর্বে নিম্ন ঠিকানায় লিখিতভাবে অনুরােধ জানাতে হবে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি যে কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ অথবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। উল্লেখিত শর্ত বহির্ভূত কোন সমস্যার উদ্ভব হলে সমিতি কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।