ফেসবুক একাউন্ট ডিলিট বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো ফেসবুক। তবে আপনি চাইলে যেকোনো সময় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিরতি নিতে পারেন। ডিএকটিভ করে সাময়িক বিরতি নিতে পারেন। আবার চাইলে আপনার চিরতরে ও করতে পারবেন।
ফেসবুকে থাকা ব্যক্তিগত ডাটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ একজন ব্যবহারকারীর কাছে রয়েছে। একজন ব্যবহারকারী চাইলে যেকোনো সময় তার করার সিদ্ধান্ত নিতে পারবেন। আবার ফেসবুক বাদ দিয়ে অন্য কোনো মাধ্যমে আপনার বন্ধু বা পরিবারের সাথে যোগাযোগ রাখতে চাইলে সেক্ষেত্রেও করার সিদ্ধান্ত নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবেকরতে হয়।
ফেসবুক একাউন্ট ডিলিট করলে কি হয়?
যা জেনে রাখা একান্ত জরুরি। ফেসবুক একাউন্ট ডিএকটিভ করলে সেক্ষেত্রে যেকোনো সময় একাউন্টে লগিন করে আবার একাউন্ট ফিরিয়ে আনা যাবে।
অন্যদিকে করলে সেক্ষেত্রে ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই। ডিলিট করলে যা যা হয়ঃ
- ফেসবুকে থাকা সকল ব্যক্তিগত তথ্য ডিলিট হয়ে যায়
আপনি যদি ফেসবুক থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে চান কিংবা বিরতি নিতে চান।
সেক্ষেত্রে ফেসবুক একাউন্ট ডিএকটিভ করাই শ্রেয়।
আবার চাইলে আগের একাউন্ট ডিলিট করে নতুন করে ফেসবুক একাউন্ট খোলার সিদ্ধান্তও নিতে পারেন।
করার সকল প্রক্রিয়া অনুসরণের পর পরবর্তী ৩০দিনের মধ্যে পুনরায় ফেসবুক একাউন্টে লগিন করে একাউন্ট রিকভার করা যায়।
তবে আপনি যদি একাউন্ট ডিলিট করার বিষয় নিয়ে সম্পূর্ণ নিশ্চিত থাকেন।
তবে এই বিষয়ে ভাবার আর কোনো প্রয়োজন নেই।
করলে ফ্রেন্ডরা কি দেখতে পাবে?
ফ্রেন্ডরা আপনার আইডির অস্তিত্ব ও খুঁজে পাবেনা।
অর্থাৎ আপনার ফেসবুক আইডি সমস্ত স্থান থেকে সম্পূর্ণভাবে মুছে যাবে।
ফেসবুক একাউন্ট ডিলিট করার উপায়
ডিএকটিভ করা ও ডিলিট করার প্রক্রিয়া প্রায়ই একই ধরনের।
এই পোস্টে আমরা শুধুমাত্র ফেসবুক একাউন্ট ডিলিট করার নিয়ম জানবো।
কম্পিউটার থেকে ব্রাউজারে ও স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপের মাধ্যমে ফেসবুক একাউন্ট ডিলিট করা যাবে।
কম্পিউটার
একাউন্ট ডিলিট করতে নিম্নে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করুন।
- স্ক্রিনের ডানদিকের কর্নারে থাকা ত্রিভুজ আইকনে ক্লিক করুন
- প্রথমে Settings & Privacy ও এরপর Settings সিলেক্ট করুন
- এরপর Privacy > Your Facebook Information অপশনে ক্লিক করুন
- Deactivation and deletion ক্লিক করুন
- এরপর প্রথমে Permanantly Delete account সিলেক্ট করুন, এরপর Continue to account deletion এ ক্লিক করুন

- পরবর্তী ধাপে যাওয়ার আগে ফেসবুক ডিএকটিভ করার অপশন এর পাশাপাশি আপনার ফাইল ডাউনলোড করার অপশন পাবেন।
যেসব পেজে আপনি এডমিন সেগুলো সম্পর্কিত সেটিংস দেখতে পাবেন। - পরবর্তী ধাপে এগিয়ে যেতে Delete Account অপশন সিলেক্ট করুন।
- এবার আপনার ফেসবুক পাসওয়ার্ড প্রদান করুন।
উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করে থাকলে আপনার ডিলিট হওয়ার প্রক্রিয়া শিডিউল হয়ে যাবে।